ক্ষয়িষ্ণু আয়ুর নশ্বর দেহ
আহ্লাদে ভুলে যাই সীমানা;
দেহের ভাঁজে লুকানো
শৈতান গড়ে অশুভ নিশানা।
কলুষিত হৃদয় ঘুরে-ফিরে চায়
রঙ শোভিত মাকাল;
ইন্দ্রিয় অনুভূতি লুপ্ত সহসা
বিচার্য জ্ঞানের আকাল।
গোয়ালা কি বলে কভু
দধিতে তার রয়েছে অম্বল?
খাদক বাঁচার তাগিদেই
খোঁজে সদা নিরাপদ সম্বল।
পাপাত্মার দুর্বৃত্তায়নে
চকচকে সোনা কষ্টিতে অসার;
জহুরি ঠিকই চিনে লয়
লাভ কোনটাতে বেশী তার।