আমি যদি হয়ে যাই শিশু
তোমরা ভেবো-না কিছু;
মনের খুশিতে নেচে-নেচে
ঘুরবো হাত ধরে পিছু।
লাফিয়ে লাফিয়ে হেঁটে যাবো
গাইব গলা-ছেড়ে গান;
মগ-ডালে পাখির বাসার
ছানা দু’টো দিবো টান।
পেয়ারা বাগানে চুপি-চুপি
আধ-পাকা পেয়ারা খাবো।
কাঠ-বিড়ালীর পিছু পিছু
দৌড়াতে-দৌড়াতে যাবো।
কাঁটা ভরা কুল গাছে উঠে
পাকা ডালে দিবো ঝাঁকি;
টুপ-টাপ শব্দে ছুটে এলে
লাফিয়ে দৌড়ে দিবো ফাঁকি।
ডানপিটে বলে দিলে গালি
কান্নায় ছেড়ে দিবো হিসু;
তোমরা মনে কিছু নিও না
আমি যদি হই-গো শিশু।