ঝরা মেঘের কান্না শুনো
ঝর-ঝর কাঁদে;
মেঘ হতে জলধি চলে
বিচ্ছেদের নাদে।
পবনের বুকে মিশে যে
ছিল অবিশেষ;
হিমেল পরশে জমাট
বিন্দু-বিন্দু ক্লেশ।
অসহনীয় ভারে ছিন্ন
দেহ খসে পড়ে;
আর মেঘহীন বায়ুতে
হর্ষে যায় ভরে।
ঝরা মেঘ ঝরে নিয়ত
বহে বারিধারা;
বিষণ্ণ চলে যায় দূরে
বায়ু হৃষ্টে সারা।