সফেন মোহনায় ভেসে ঘাটে ঘাটে ঘুরি অতৃপ্ত তাড়নায়
চিত্তবোধে জাগে অহর্নিশ, এ-ঘাট নয়
ও-ঘাটে রয়েছে সবই যা মনে চায়।
সাগর-সঙ্গম ভেদী অকুলে চলি,
ঢেউয়ের আছাড়ে ভেঙে হই খানখান;
তবুও ভাবী আর কিছুদূর পাড়ি দিলেই
গাইবো বিজয়ের জয়গান।
নিরালোকে আঁখি বুজে অনুভবে জাগে-
হয়তো পেয়েছি বিদর নগর
অথবা আন্দামান ছেড়ে নিকোবর;
হীরক সুড়ঙ্গ, সোনালি পাথর
উদ্গীরিত আগ্নেয় লাভার উষ্ণ সংস্রব।
আর আজ দেখি-
অতল ঘূর্ণির ঘূর্ণয়নে ঘুরছি আমি এক যাযাবর।
চেষ্টার তলানি সেচে তৃপ্তির পিছে ছুটি
যতক্ষণ না মেশে অতৃপ্ত বাসনার ফেনিল ফুটি;
হায় মন! স্থিতিশীল, যেমন-
কছুপাতায় একফোটা দোলায়মান জল
ক্ষণচিন্তার উদিত স্ফটিক বল
অনুভবের বাঁধনে তারে বাধি, তবুও গড়ায় অতল।