ক্লান্ত হয়েছ বলে হয়ো না ক্ষান্ত,
দিল্লি বহুদূর;
বুঝবে ’খন ফুরিয়ে বেলা
যখন কাটবে ঘোর।
জন্মাবধি চলতে থাকা,
থামার সময় নাই;
হেলায় ফেলায় জীবন গেল
ওরে সোনা ভাই।
ক্ষান্ত দিবে সেদিন তুমি
যেথায় পথের শেষ;
দিল্লি তোমার হাতের কাছে,
মিটবে চলার রেষ।