সবুজ বনের হলুদিয়া পাখি-
অঙ্গে শোভা কে দিল মাখি?
এ ডাল হতে ও ডালে যাও
নানা স্বাদের ফল-ফুল খাও
দিয়া আমায় ফাঁকি।
বনের শাখা ঘন সবুজ-
কেমনে বলিস ওরে অবুঝ;
সবুজের ফাঁকে-ফাঁকে
হায়েনারা চলে ঝাঁকে
তোর বিপদের রাখিস কি খোঁজ?
আমারে তুই করিয়া পর-
বনের শাখায় বানাইলি ঘর;
ধরা এখন পাইনা তোরে
ফাঁকি দিয়া থাকিস দূরে
সুযোগ পেলেই উড়িসরে তুই
ডানায় দিয়ে ভর।
বনের শাখা গেলে মারা-
একদিন তোর পাইবো ধরা;
না পেলে স্বাদের আহার
থাকবে না রঙের বাহার
বিষম ফেরে পড়বিরে তুই
পাইবিনা আর ছাড়া।