হিমালয়ের বুড়ি এলো
          কাঁথা মুড়ি দিয়ে;
মালাই-বরফ চুষি-পিঠের
          ঝাঁপি কাঁধে নিয়ে।

অঘ্রানে রওনা দিয়ে
          ঝিয়ের বাড়ী যায়;
পথে-ঘাটে মালাই-বরফ
          চুষি-পিঠে খায়।

পৌষ-মাঘে ঝি-বাড়ীর
          বরফ-পিঠে গলে;
হিম-শীতল কুয়াশার
          আনা-গোনা চলে।

হিমালয়ের হিম-বুড়ির
          শিন-শিনে হাওয়া;
দেশ জুড়ে ঘুরে ফিরে
          চুষি-পিঠে খাওয়া।

হিম-বুড়ি থুত্থুড়ি
          যখন কাঁপন ছুটে-
ফাগুনের গরম শাল
          তার কপালে জুটে।