হে নামাজী পড় নামাজ প্রথম সারিতে;
রোজা কর, যাকাত দাও, চল গাড়িতে।
মুখে লম্বা দাড়ি ভরা, দেখায় সহি বান্দা;
হাজার লোকের সালাম নিয়ে কাটে সকাল-সন্ধ্যা।
ইবাদতের বাহানা ধর, পোশাকি হুজুর;
বড়-বড় ফতোয়া দাও, জাগো রাত্রি-ভোর।
আমল-নামার পাতা ভারী, গর্ব করে বল;
নামাজ ছাড়া নাদান-পাপী অন্য সবে হল।
ভাবছো কভু, মহান প্রভু করছে কি-তা কবুল?
হালাল রুজি, সত্য বলা এই সব যে মূল।
অহংকারী-মিথ্যাবাদী অসৎ উপার্জন-
সুদ-ঘুষ বেলেল্লাপনা করতে হবে বর্জন।
মানুষেরে ভালবেসে করে নাও আপন;
কারো মনে ব্যথা দিয়ে দিন করোনা যাপন।
সবার হক আদায় কর, হালাল খাবার খাও;
প্রভুর বিধান মেনে চল, তবেই তারে পাও।