ওহে ক্লান্ত পথিক!
পথের শেষ রয়েছে ঢের-দূর;
চলার পথে চলতে হবে
এখনই হও কেন ক্ষান্ত?
সবেমাত্র মধুটিলা-
হিমালয় পাড়ি দিতে বহুদূর।
সমতল ছাড়ালে পাহাড়
বনে হতে পারে পথভ্রান্ত;
টিলার পর টিলা, খাদ-
গিরিপথ, বন-বাদাড়;
চলার পথ বহু
বেছে নাও একটি সঠিক পথ।
না-হলে যাবে অকূলে
পথে নামবে আঁধার;
পারবেনা যেতে লক্ষে-
পূরণ হবেনা মনোরথ।