আমি লোকান্তরে হারিয়ে গেলে
তোমরা মনে রেখ;
ভূলোক মাঝে লৌকিক কাজে
আমার নামটি লেখ।
আমি যখন থাকবো না
কারো সাথে রইবো না;
আমার কাজের ভাল-মন্দ
তোমরা করো উল্লেখ।
কাজের সাথে পাশে বসে
চা কাপের হিসাব কষে;
হৃদয়ে ঝড় তুলবো না
আর-তো দুঃখ দিবো না।
ফেলে যাওয়া রিক্ত কায়া
শেষ বার এসে দেখ।
তোমরা মনে রেখ
আমার নামটি লেখ।
লোকান্তরে হারিয়ে গেলে,
ওজর-আপত্ ফেলে…..
শেষ বার এসে দেখ।