নাটাই বাঁধা সুতা ছিঁড়ে উড়ে গেল ঘুড়ি
থেমে গেল ঘুড়িয়ালের রঙের জারিজুরি।
বাতাসে উড়তো যখন ডানা দিয়ে ভর
ঘুড়িখানা দেখতে লাগতো বাহারি সুন্দর;
পড়শিরা দেখতো চেয়ে উড়িলে অম্বরী-
আহারে রঙের ঘুড়ি কোথা গেলি উড়ি?
ঘুড়িয়ালের ঘুড়ি উড়তো পূবালী বাতাসে
আশপাশের যত ঘুড়ি থাকতো শত ত্রাসে।
সুতা ছিঁড়ে গেল উড়ে হইলোরে সে পর-
ঘুড়িয়ালের দশা এখন হইবরে কি তোর?
সুতায় বাঁধা নাটাই ঘুড়ি উড়ে মহোল্লাসে;
খেলার মাঝে ছিঁড়ে গিয়ে রইলি বিবাসে।