মেঘের ঘোমটা পড়ে চিত্র-ভানু
মাতাল হাওয়াতে উড়ায় আঁচল;
ক্ষণে ঢাকে পুনঃ জাগে কুঞ্জবেণু,
বৃষ্টিস্নাত বিকেলে লুকায় বিচল।
গ্রীষ্মের মেঘ-মেদুর বিকেল বেলা
লুকোচুরি খেলায় ডুবে যায় দিন;
আকাশে খণ্ড-খণ্ড রোদেলা ভেলা
অস্তাচলে ধীরে-ধীরে হয় বিলীন।
কখনো সিঁদুরে মেঘ গর্জে উঠে
বিজলী চমকায় শেষ বিকেলে;
কখনো রুদ্র-মূর্তিতে নেয় লুঠে
বাঁচা-মরার ভয়াল খেলা-খেলে।