কভু ভাবিয়াছ, এলে কোথা হতে-
কে দিয়াছে তোমার জ্ঞান-বিজ্ঞান;
স্রষ্টার অবিশ্বাসী হলে কোন মতে?
জ্ঞান সাগরের এক অণু সম-
দিয়েছে প্রভু তোমায় চিনিতে তারে;
সেই জ্ঞানে বিজ্ঞান সাজাতে তুমি-
তোমারই ক্ষতি কর বিশ্ব চরাচরে।
স্রষ্টার বাণী-রে তুমি কর স্বীকার
অস্বীকার করিও না তার সৃষ্টি;
অর্জিত জ্ঞানের গরিমায় নিজে-
তা না মেনে বাড়ালে সদম্ভ দৃষ্টি।
বিজ্ঞান যত দিয়েছে ভাল
তারও বেশী দেয় ভুলের মাশুল;
মানব সেবায় যত আগুয়ান
স্রষ্টাকে মানিয়া করেছে উসুল।
ভেবেছি কি কখনো, ঘাত-প্রতিঘাত
যেন দিবা-রাতির মতো প্রভেদ;
নিয়েছি শুধু ভাল টুকু ফেলে মন্দ
ঘৃণিত বিভেদ করবে তার উচ্ছেদ।
এখনও বুঝ-নি তুমি কতো অসহায়
ঝড়ে নীড় হারা পাখির মতো;
দেখেছ, বিশ্বের পরাশক্তি নিরুপায়
যতটা দম্ভ দেখিয়েছে ঠিক ততো।