দুই দানা লবঙ্গ
এক বাটি তেল;
ফেসবুকী টুটকায়
করোনা গেল।

অবান্তর ভাবনায়
রুগীরা পাগল;
গোমুত্র গলে ঢেলে
করে গল-গল।

হুজুকে বাঙ্গাল
বুঝেনা-তো চাল;
চড়া দামে বেচে
দোকানীর মাল।

চা-আদা লেবু
মধু তুলসিপাতা;
করোনা বুঝে কি
কে পিতা-মাতা?

যদি তা মানতো
মরে কেন দাদা;
তরুণ ও শিশু
আরও সাহেবজাদা।

সচেতন হও আগে
থাক নিজ ঘরে;
করোনা ভাইরাস
এমনি যাবে ঝরে।