বিজয়োল্লাসে একমুঠো স্বাধীনতা চেটেপুটে খাই;
লোলুপ লালায়িত রসালো স্বাধীনতা হায়।
তোমাকে চাই-
বাসে-রেলে-ফুটপাতে-অফিসে সর্বত্রই, আছো যেথায়।
অনিয়মের পাগলা ষাঁড় খেপেছে, ছুটেছে বেগে;
কারে বলিবো ওরে থামা, ধৈর্য ভেঙে উঠো জেগে।
হায় স্বাধীনতা! তবে কি এর মানে অনিয়ম?
যা খুশি করিবো ভোগ, অন্যের বেরুয়ে যাবে দম?
গৃধ্র হাঁকিছে শিমুল ডালে, মড়ক লেগেছে গো-পালে;
কে আগে ভোগে লাগে সেই উল্লাসের তালে-তালে।
স্বাধীনতা মানে নিয়ম ভাঙা, জলাভূমি কিম্বা ডাঙা;
তারই সব উঠে রব, যার হস্তে আছে লাঠি-ঠেঙা।
আমার মুষ্টিতে ধরা রসালো এক ফালি স্বাধীনতা;
রসনা আস্বাদনে জল ভরা, টক-ঝাল নোনতা।
স্বাধীনতা! হায় স্বাধীনতা!!
আজ বিজয়োল্লাসে কোটি জনতা!!!