রমজানের রোজা শেষে
ঈদ এলো করোনার;
          পাড়া-পড়শি-মেহমান
          আসে না কারো আর।

খুশির ঈদ বিষাদময়
শাওয়ালের উঠে চাঁদ;
          কোলাকুলি হলো না
          কাঁধের সাথে মিলে কাঁধ।

ঈদের দিনের খানা-পিনা
খেলো না মেহমান;
          দাওয়াত কেও দিলো না
          তবু নাই অভিমান।

ঈদ এলো রোজার শেষে
আতঙ্কিত দুনিয়ায়;
          স্নেহ-প্রীতি-মেলামেশায়
          সামাজিক অন্তরায়।