ঈদ এসেছে, ঈদ এসেছে, ঈদ এসেছে সবার;
ঈদ এসেছে, ঈদ এসেছে, ঈদ এসেছে আবার।
রোজার পরে ঈদ এসেছে-আনন্দ-খুশি পাবার।
আকাশে উঠেছে চাঁদ
তাই জেগেছে আহ্লাদ;
ধুম পড়েছে রান্না-বান্নার যত রকম খাবার।
রোজার পরে ঈদ এসেছে-আনন্দ-খুশি পাবার।
হাসবো খেলবো গা’বো
ফিরনি পোলাও খা’বো
রঙ-বেরঙের জামা পড়বো দেখতে চমৎকার।
রোজার পরে ঈদ এসেছে-আনন্দ-খুশি পাবার।
ভোরে গোসল সেরে
জামা-জুতা পড়ে-
গায়ে মাখবো আতর;
সেমাই-পিঠা মিঠাই
খাবো নিরন্তর।
পাড়া-পড়শি, অনাথ-দুঃখী সবাই একাকার।
রোজার পরে ঈদ এসেছে-আনন্দ-খুশি পাবার।
হাতে-হাতে হাত ধরে
ঈদগাহে যাবো ত্বরা,
গরীব-দুঃখী সবার তরে
ফিতরা দিবো মোরা;
তারপরে সারি-সারি বাঁধো নামাজের কাতার।
রোজার পরে ঈদ এসেছে-আনন্দ-খুশি পাবার।
নামাজের পরে দোয়া
মিলবে প্রাণের ছোঁয়া;
বিশ্ব-জাহানের শান্তি চাইবো আল্লাহের দরবার।
রোজার পরে ঈদ এসেছে-আনন্দ-খুশি পাবার।
রবে না কারো অভাব
থাকবেনা কারো দুঃখ;
কোলাকুলিতে জড়ায়ে ধরে
তাড়িয়ে দিবো রুক্ষ।
ভেদ-ভেদাভেদ ভুলে, পাবো সমান অধিকার।
রোজার পরে ঈদ এসেছে-আনন্দ-খুশি পাবার।