শয়তান আমায় বন্ধু বানাইয়া, দূরে থেকে হাসে;
সুখের দ্যোতনায় ভুলাইয়া রাখে দুনিয়ারই আশে।
ভোগ-বিলাসে মত্ত হইয়া নিজের সুখের লাগি-
পরকাল না ভাবিয়া চিত্তের সুখ মাগি।
হায়রে দুনিয়ার সুখ, তুই যে মরীচিকা;
যারে দেয় ধরা সে বানায় অট্টালিকা-
কেও আবার বিষম ঘোরে কাটায় পর-বাসে।।
শয়তান কিসের বন্ধু? সে নিজেই পথ-ভুলা;
রসুলের পথ ধরে যে, তার দু’জাহান খোলা।
স্রষ্টা প্রেমের বন্ধু যারা দুনিয়াদারী করে না-
অল্পতে তুষ্ট থাকে, অন্যের লোভে পড়ে না;
লালসা দূর কর-গো আমার আল্লাহ-রসুল পাশে।।