কবিতা, তোকে ভালবাসি-
তুই যে আমার হৃদয়ের বহিঃপ্রকাশ;
দিবা-নিশি খেলি-হাসি-
তোর অঙ্গের ভাঁজে-ভাঁজে করি বসবাস।
কবিতা, তুইও যে কী ?
তোর এহেন একগুঁয়ে ভালবাসা যদিও ভয় পাই
তবুও শয়নে-স্বপনে তোকে চাই, কাছে ডাকি।
আর সবাই মানলেও কেবল আমার বউ মানে না।
কবিতা যেন তার চির প্রতিদ্বন্দ্বী, তার সতিন।
তার স্বাদ আহ্লাদে অনেকটাই কবিতা ভাগ বসিয়েছে;
তাই বউয়ের সাথে কবিতার ঝগড়া বাঁধে রাত-দিন।
এখন আমার ঘরে দুই সতিনের বচসা উপভোগ করি।
বলুন-তো, কারে রেখে কাকে ছাড়ি?
বুকে দুরু-দুরু, লাগে শুধু ভয়;
দয়াময় ক্ষমা কর, এখন না-জানি কি হয়?