আমার মাঝে আমি,
তার মাঝে আছো তুমি হৃদে;
আমর ই প্রতিচ্ছবি
খুঁজে ফিরি সকাল-সন্ধ্যা-নিদে।
বাবা-মায়ের আদর
ভালবাসায় হাঁটি-হাঁটি পা;
দীর্ঘজীবী কর প্রভু
দৌহিত্রের তরে মাগি কৃপা।
এমন খুশির দিন
ফিরে আসুক শত-সহস্র বার;
প্রতিভা বিকশিত হোক
আগামী জ্ঞানের দুয়ার।
অবারিত কর্ম আর পুণ্য ধর্ম
লভি হোক মহীয়ান;
ধরার মাঝে আমারই অনুজ
আবরার নাহিয়ান।
(দৌহিত্রের প্রথম জন্ম দিনে নানাভাই)