ডরাও কেন বীর?
দুর্বল অনাথ ভয়ে কাঁপে করলে উঁচু শির;
রোজগারে ধমক দিয়ে কর টাকার ফিকির।
ডরাও কেন নাজির?
ইচ্ছা করলেই করতে পার আগ-পাছ হাজির;
আসামিরে সুযোগ দিয়ে হচ্ছো টাকার কুমির।
ডরাও কেন উজির?
যে মন্ত্রণায় রাজ্য চলে প্রজার সুখের নজির;
জনতারে ফাঁকি দিয়ে ভরাও নিজের কুটির।
ডরাও কেন কাফির?
তুমি সদা ভাব নিজের, প্রভুর কাজে ফাঁকির;
এমনিতেই জন্ম সবার কিম্বা পূজক তসবির।
ডরাও কেন পীর
দেখাও তো জারিজুরি কর কেরামত জাহির;
ধর্ম বেঁচে মানুষ ভুলাও ঘুচাও নিজের আখির।
ডরাও কেন আমির?
নীতিভ্রষ্ট হয়ে, মতদ্বৈতে পরাও লৌহ-জিঞ্জির;
যে হবে পথের কাঁটা, সে-ই শহিদের রুধির।
সবাই কেন অস্থির?
করোনার ভয়ে পালাও করছো হাজার তদবির;
কিছুতেই হার মানে না কাওরে করে না খাতির।
হওয়ার আগে স্থবির-
হিংসা-বিদ্বেষ ভুলে হও দ্বীনের খোঁজে বাহির;
শেষে কেউ পথ পাবেনা যখন নামবে তিমির।