পিতা-মাতা
গরীব তোমার-
জন্ম গরীব ঘরে;
দোষ দিয়েছ
ভাগ্য মন্দ-
পিতা-মাতার তরে।
গরীব ঘরে
জন্ম নেওয়া-
দোষের কিন্তু নয়;
গরীব হয়ে
মৃত্যু বরণ-
অধিক দোষের হয়।
বুদ্ধি-মেধা-কর্ম দ্বারা
সম্পদে দাও ভরে।
(‘‘দরিদ্র ঘরে জন্ম নেয়া দোষের নয়,
কিন্তু দারিদ্রতা নিয়ে মৃত্যুবরণ করাটাই দোষের’’-বিল গেটস)