দেহ আমার অবাক এক চেতন জগৎ-
রন্ধ্রে-রন্ধ্রে বসত করে লক্ষ-কোটি প্রাণ তাবত;
ও হায় রে—দেহ আমার অবাক করা চেতন জগৎ।
অঙ্গ বিবরে লক্ষ মোকাম নানান জাতের প্রাণের বাস
পরম পরায় বংশধারায় সভ্যতার-ই করে চাষ।
ওরে আমি কি তার রাখছি-নি খবর..
আমার দেহে বাস করে যে তার কত তাকত।
ও হায় রে—দেহ আমার অবাক করা চেতন জগৎ।
জাত-বেজাতের শ্রেণী-ভেদে হরেক আবাসন
অঙ্গের ভাঁজে শিরায়-শিরায় করে সে শাসন।
দেহ আমার বিশ্ব-ভুবন তথায় করে কে বসত।
ও হায় রে—দেহ আমার অবাক করা চেতন জগৎ।
প্রাণ-রস খাইব চুষে যা আছে দেহের ভিতর
একদা শূন্য হবে পুণ্য-আত্মা আপন দেহ ‘পর।
দেহ-জগৎ ধ্বংস হবে লক্ষ-কোটি প্রাণ তাবত।
ও হায় রে—দেহ আমার অবাক করা চেতন জগৎ।