বিধাতার খেয়ালে এই ধরণীর
বন্ধ্যা সেজেছে মাতা;
চাল-চুলোহীন পথের ভিখারি
মহত্ত্বে হয়েছে দাতা।
করোনার যুদ্ধে করুণা বর্ষে
আসল-নকল দানশীল;
কেউ বা নিজে না খেয়ে দেয়
কেউ বনেছে কুশীল।
ত্রাণের মালে নেতা এবার
ত্রাতা সেজে গরীবের;
সাত-পাঁচ বিলি করে
নাম করেছে নিজের।