ছোঁয়ো-না ছোঁয়ো না
ওগো আপন জন;
‘করোনা’ করেছে সবার
আবেগের হরণ।

মা-বাবা ভাই-বোন
প্রাণের বন্ধু-বান্ধব;
আবেগে ছোঁয়ে দিলেই
হারাবে যে সব।

ছোঁয়াছুঁয়ি কানামাছি
খেলার দিন শেষ;
পাষাণে বাঁধিয়া মন
বাঁচাও এই দেশ।

শিশু কাঁদে মা কাঁদে
আঁচলে মুখ ঢেকে;
কেও তারে ছোঁয় না
থাক ফাঁকে-ফাঁকে।

মায়া বনের মায়ামৃগ
‘করোনা’ তেমন;
আবেগে ছুঁয়ে দিলে
হবে অধো-গমন।