শৃঙ্খলে বাঁধি অনিয়ম,
বাহানা করি নির্দোষ;
প্রভাবে নত অনুগামী,
বুঝে না সে জনরোষ।
আপন স্বার্থে চাটুকার,
প্রভু-মুণ্ডে ধরে ছত্র;
নির্বোধ সে বাস্তবতায়,
দ্বন্দ্বে ছাপে পরিপত্র।
অদক্ষ কর্মা পর-ভারে
করে কর্ম সম্পাদন;
নিয়মে বাঁধে অনিয়ম,
মোসাহেব সারাক্ষণ।