করোনার লকডাউনে
করুণার চাল;
গরীব-দুখী না পেয়ে
খেল বঙ্গপাল।
অভাবী পায় না ত্রাণ
চাল নেয় চোরে;
করোনার ভয় নাই
বুক ফুলিয়ে ঘুরে।
চালের বস্তা কাল হয়ে
ছেয়ে করোনায়;
আক্রান্ত সেই হোক
যে চুরি করে খায়।