চাই না ‘করোনা’ করগো করুণা
ওগো দয়াময়;
তোমার করুণার ভিক্ষা মাগি
হইওনা নির্দয়।
সৃজিয়া তুমি সেরা জীব
মানুষেরই দুনিয়ায়;
আপদ-বালাই দিয়াছ যতো
ইমানি পরীক্ষায়।
গজব দিও না, ধ্বংস করো না
প্রিয় বান্দারে;
রক্ষা করোগো ভীত-ত্রস্ত
অবনত কান্দারে।
বিপথগামী নাদানেরে তুমি
হেদায়েত কর দান;
ধ্বংস যদি কর তবে-
কে গাইবে গুণ-গান?
বিশ্ব যত অসীম করিয়া
ক্ষুদ্র করিয়াছ পৃথ্বি;
তারও ক্ষুদ্র অনুজীবেরে
বানিয়েছ মহা-রথী।
কম্পিত আজ বিশ্ব-মানব
অনুজীবেরই ভয়ে;
তোমার সৃষ্টি ক্ষুদ্র ‘করোনা’
হাঁকিছে বিশ্ব জয়ে।
দিও না ‘করোনা’ চাই যে করুণা
বাঁচাও মানুষেরে;
দয়া-মাগি অহর্নিশি, রক্ষা করো
শান্তি দাও ফিরে।