ভাল্লাগেনা পড়তে আমার
ভাল্লাগেনা লিখতে;
ভাটার টানে বয়স যখন
ভাল্লাগেনা শিখতে।
মায়ের মুখে শিখছি অনেক
এটা ওটা কি?
হাতে খড়ি ছিল তখন
নতুন ছবি আঁকি।
ইস্কুলেতে লিখতে পড়তে
কান-মলা যা খাই;
কর্মক্ষেত্রে কাজ করে যে
তারই সুফল পাই।
সমাজ সংসার যা করছি,
পড়ছি যত পড়া;
জীবন-যৌবন শেষ করে
এখন হইছি বুড়া।
দীক্ষা আর কি নিবো-গো
যা দিয়েছ আগে-
তারই সুফল ভোগ করতে
আর কত লাগে?