ভুখা উদর অস্থির মন
ভাষা যে হয় নিরস,
সমাজে বাহ্যিক-রূপ
অশালীন নাঙ্গার পরশ!
শোভন পূজক হলেও
অসুন্দরে কর ঘৃণা,
প্রিয়তমায় ভালবাসা
দাও কি স্বার্থ-বিনা!
অভাব তাড়ায় সহিষ্ণুতা
নেই মনের প্রশান্তি,
পূর্ণিমার চাঁদ লাগে
পোড়া রুটিতে অকান্তি!
ছন্দ-তালহীন কবির
কাব্য যে নীরস গদ্য;
প্রেমি’র প্রেমে অহর্নিশি
বাজে বচসার বাদ্য!