করবো না আর শোকের মাতম
গাইবো না আর মারসিয়া;
শোকের মাসে ত্যাগ চাই-গো
বইবো না আর তাজিয়া।
শহীদ হোসেন শহীদ হাসান
শহীদ হাজার রোহিঙ্গা;
মানবতার জয় হতে
বাজাও বাদ্য বাজাও শিঙ্গা।
কান্না ছেড়ে যুদ্ধ করো
অন্যায় যত দাও রুখে;
শক্ত-হাতে দমন কর
বজ্রকন্ঠের রব মুখে।