মাটিতে লাঠির বাড়ি
মুখে চিত্কার;
ও ঘরে শাশুড়ি কয়
শিক্ষা হচ্ছে তার।
বউ শুধু সেবাদাসী
মন করবে জয়;
এই বার দুষ্ট বউয়ের
যদি শিক্ষা হয়।
মিটি-মিটি হাসে ছেলে
মা হবে খুশি;
বউ-পাগল ছেলে বলে
হবে না দোষী।
বউ হাসে মা হাসে
কিসের অভিনয়?
ভাল-ভাল-ভাল সে
ভাল নিশ্চয়।