কবি মোহাম্মদ মনিরুজ্জামান-এর ফেসবুক পেজে কমেন্টস্ এর আলোকে আমি---
>মোহাম্মদ মনিরুজ্জামান-
রাত গভীরেও হাস্যবদন কেমন করে রয়;
জানার ইচ্ছা যার জাগেনা, পাষান তারেই কয়!
>নূরুল ইসলাম-
জানতে বড় ইচ্ছে করে রাতগভীরের কথা
রাতের কথা দিনে জানলে রইবে ঘাড়ে মাথা?
>মোহাম্মদ মনিরুজ্জামান-
ঘাড়ের মাথা কে কাড়ে আর সত্যের পথে থাকলে
মিথ্যা কি আর সত্য হবে শাক দিয়ে মাছ ঢাকলে।
>নূরুল ইসলাম-
শাক দিয়ে যে মাছ ঢাকেনা এটা সবাই জানে
তবুও মিথ্যা বৃথায় ঢাকে দুষ্ট কি আর মানে?
>মোহাম্মদ মনিরুজ্জামান -
দুষ্ট লোকের মিষ্টি কথায় ভিজে যাওয়ার আগে
আপনা বিবেক দিয়ে ভাবনা একটু কিন্তু লাগে
>নূরুল ইসলাম-
বিবেক ভাবনা কেমনে থাকে যেবা সরল সোজা,
খারাপ ভাল বাচ-বিচারে হয়না তো আর খোঁজা।
>মোহাম্মদ মনিরুজ্জামান -
এই জগতে সরল মানুষ পদে পদে ঠকে
সরল মনে ঠকি বলে বউ সারাদিন বকে।
>নূরুল ইসলাম-
বউয়ের বকা ভাল্লাগে না আর করবো কিতা ভাই,
রাগ করে বের হয়ে যাই আর আড়ে-আড়ে চাই।
বউ সালার ঠিকই জানে মোল্লার দৌড় মসজিদ
মুচকি হেসে ডাক দিলে সে এক খাটেতেই নিদ।
রাত নিশিতে বউ আমারে সোজা-সাফটা পেয়ে
ইনিয়ে-বিনিয়ে প্রেমের কথা যায় কতক্ষণ গেয়ে।
নিশি রাতের জটিল কথা সরল কি আর বোঝে
হাস্য-বদন মলিন নাকি কেউ আর না খোঁজে।
>মোহাম্মদ মনিরুজ্জামান-
বউ তো এমন আজব জিনিস, কাঁদলে বলে হাসো
হাসলে বলে আমায় ছেড়ে কার সুখে রোজ ভাসো?
মিষ্টি কথায় মন ভরে না, ভরে দামী ভোজে!
আজকাল তো আর মন খোঁজে না ভরা পকেট খোঁজে!
>নূরুল ইসলাম-
ঠিক বলেছেন ঠিক বলেছেন ওগো প্রিয় কবি
বউ তো নয় ছায়ার মতো ভুল ধরে যায় সবই।
রাতে বলে চাই না কিছুই তুমি থাকো পাশে-
দিনের বেলা বক-বকানি টাকা দাও এ মাসে।
>মোহাম্মদ মনিরুজ্জামান -
দিনে দিনে চলছে বেড়ে বাজারের উত্তাপ
বউ বেচারী কী করে সয় একলা সকল চাপ?
সবই বুঝি কেন এমন মেজাজ গরম তার
স্বামী ছাড়া ঝাল মিটানোর কেবা আছে আর!
বিড়াল নাকি সকল সময় নরম জা‘গায় হাগে
তাই তো সকল খেদ মিটায় সে পাইলে স্বামী বাগে।
>নূরুল ইসলাম-
নরম মানুষ সরল স্বামী বউয়ের জ্বালায় কাঁদে
বউয়ের মেজাজ গরম হলেও স্বামীর জন্য রাঁধে।
জানে সবই বোঝে সবই বউয়ের অনুরাগ
স্বামী বউয়ের রেষারেষি ফোটায় ফুলবাগ।