ঝুমুর নাচন নেচে এলোরে বর্ষা
আষাঢ়ে সন্ধ্যার কালে;
চঞ্চল মনটা আমার যায় মূর্ছা
রিমিঝিমি শব্দের তালে।
আকুল বর্ষনের ব্যাকুল মনেতে
শিহরিত সারা গায়;
বিরহীর হৃদয়ে ভাবনা জাগাতে
বর্ষার বাণে ভাসায়।
মেঘ-ভাঙা জল খসে যত আকাশে
তারচে খসায় মনে;
বিরহির বিরহ জাগে অনুপ্রাসে-
বর্ষার টানা বর্ষণে।
বর্ষণ কালে নাচুনির তালে নেচে
পাতায় পাতায় ঝরে
টাপুর-টুপুর টিনের চালে সেচে
আহা মন যায় ভরে।
আষাঢ় মাসে বর্ষণ বর্ষে যত
মাঠ-ঘাটে আসে বাণ;
নৈসর্গ রূপে নামে স্বর্গীয় ব্রত
জড়তার ফিরে প্রাণ।