ভৈরবী-ভূপালি রাগিণীর ছন্দে
আষাঢ়ে নেমেছে ঢল;
আকাশ ছেদিয়া ঝর-ঝর ঝরে
পড়ে বারি অনর্গল।

কর্মহীন আলস্য-ঘুমে কৃষাণ-
কৃষাণীর চলে অভিসার;
প্রকৃতির খেলায় জেগেছে প্রেম
প্রণয়ীর মাস আষাঢ়।

পুঞ্জ-পুঞ্জ মেঘে ছেয়েছে আকাশ
কৃষ্ণ-কালো অতুল;
মালশ্রী পরেছে বর্ষাতি আষাঢ়ের
কেশরী কদম্ব ফুল।

ভেক বাজায় বাজনার বাজন
হরেক তালের লয়;
মেঘের জলে সিদ্ধ চাতক তবু
‘মেঘ দাও গো’ কয়।

মাঠ-ঘাট টই-টম্বুর ভেসেছে নদী-
খাল-বিল-ডোবা;
প্রকৃতির ফাঁদে অবরুদ্ধ তবু মেলে
নৈসর্গিক শোভা।

আষাঢ়ে বাদল বরষে অবিরত
গুড়ি-গুড়ি নিশিদিন;
বরষার কালে মনে-না মানিত
থাকিত যদি বৃষ্টিহীন।