চাতক আঁখি মেলি দূর আকাশে- মেঘমালা খোঁজে
অবিরত মাগে জল তৃষ্ণা নাশে- আত্মতৃপ্তি বোঝে।
চাতক স্বভাব হৃদে ভর করি- খুঁজে নিজ স্বার্থ;
মেঘ দাও মেঘ দাও করে মরি- হতে নাহি ব্যর্থ।
সাধক ধ্যানে চাতক আজ্ঞাবহ- মেঘ বারি পানে
ভণ্ড সাধুর দণ্ড-পার্থিব মোহ- অবিরত হানে।
ভূষণে আবরিত গেরুয়া সাধু- প্রাঞ্জল বচন-
হাঁকালে ভক্তের ঠোঁটে মধু- হাসি হাসি ক্ষণ।
মাগে না ভিখ বেঁধে দেয় মাগন- অতটুকু দিতে
পূরণ কর যদি ঈপ্সিত ধন- ভক্ত হবে মিতে।
অমন চাতক সাধু যত্রতত্র- বসি রন্ধ্রে রন্ধ্রে-
কৃপাদৃষ্টি বিস্তারে ধরিবে ছত্র- প্রভুত্বের গন্ধে।
মেঘমালার ছায়া পতিত শিরে- শান্তির পরশ-
ঋদ্ধ সাধুর হৃদয় চায় ফিরে- নির্মোহ আরশ।
পূর্ণ হয় যদি বৈরাগ্য সাধনে- হেন সাধু বেশ;
সাধ্বী চাতকীর আরাধনে- জলে ভরে দেশ।
পরিত্যাজ্য সাধনের সাধু হয়ে- ছুড়িলে তুচ্ছার্ঘ
ভণ্ড সে সাধু নহে, গঞ্জিকা ছুঁয়ে- লভিলে মহার্ঘ।
বাহিরে চাতক দেখায় শতক- বিনা মেঘে ভুখা-
আড়ালে নর্দমার জল খাদক- সিদ্ধি লাভে রুখা।