ঘুণে ধরা সমাজ বৈকৃত আজ
স্বভাব চরিত্র কর্ম;
নীতিভ্রষ্ট নেতা নীতির প্রণেতা
বোঝেনা ত্যাগের মর্ম।
ধার্মিক সেজে করে কত কি-যে
কপালের ঘষা দাগ;
বেপর্দা আওলাদ ঘুরে দিন-রাত
ধার্মিক নেয় বৈরাগ।
উদাসীন রাজা এলোমেলো প্রজা
কুঁদুলে পূরিত রাজ্য;
না থাকা ঘরে পিতার অগোচরে
শৃঙ্খলা সতত ত্যাজ্য।
শ্রমহীন ফসল নয় চাষা বৎসল
দেবীর অতৃপ্ত অর্ঘ্য;
জনে-জনে খুশি লভিয়াছে বেশী
দেশে ভরা উন্মার্গ।
স্তুতিতে দলিত তিলে তাল ফলিত
রাজার গানেতে ভরা;
পেটে নাই ভাত সাজিয়েছে পাত
সোনার মোহরে গড়া।