(পরবর্তী অংশ)-
খেয়ালে ভেবেছ কি সেই ভঙ্গি?
ইচ্ছার বিরুদ্ধে কি পার লঙ্ঘি?
যমের তাড়নায় ত্যাগীলে দেহ;
বিদেহী স্বরূপেরে দেখেনা কেহ।
প্রত্যয়ী ধার্মিক পরলোক চায়;
বিধানের ভরসায় স্বর্গে যায়।
শাস্ত্রের নানা মতে মর্ত হতে-
যাবে কে আগে কার স্বর্গলোকে;
যৌক্তিক প্রমাণের সাহস বুকে-
এপথেই শান্তিতে রবে পরলোকে।
বিশ্বাস ভাবনায় মনেতে প্রবল-
ত্যাগীলে আপনার দেহ কেবল।
সত্তার দেহান্তর ধাপে-ধাপে ঘটে;
পরম কায়া সে অতিসূক্ষ্ম বটে।
ত্যাগ সাধনায় পুন ধরে রূপ;
ক্ষুদ্র হতে বৃহত্তর কায়ার স্তূপ।
গড়া আর ভাঙার বিক্রিয়া চলে;
ত্যাগীর স্থূলাকার ধারণের ছলে।