ওগো দয়াময়,
মুসলমানের কি হইল-রে, আইলো দুঃসময়।
সময় যখন খারাপ যায় আল্লাহও হয় নির্দয়।
ইমান আর কত দেখবা, কত নিবা ধৈর্যের পরিচয়?
মানুষ যদি বানাইলা (তবে) ভিন্-ধর্ম ক্যান দিলা;
মানুষ-মানুষে বিভেদ কইরা (আর) দেখবা কত খেলা।
মানুষের মানবতার হইলো চরম ক্ষয়।
মানব ধর্ম কাইড়া নিয়া পশু দিলা অন্তরে
জাতিভেদের ওজরখানা ঢোকাইলা মনান্তরে।
ধর্মে-ধর্মে ফ্যাসাদ দিয়া দেখাও তোমার ভয়।
হাজির-নাজির সত্য তুমি দেখাও তোমার শান
ইমানদারের সত্য-বিশ্বাস রাখ-রে তার মান;
তোমার প্রিয় বান্দা যারা দেখাও তাদের জয়।