সহসা আমারে কেন করিলে তোমারই প্রিয়?
গভীর আঁধারে যে-ছিল বন্দি
তোমারই পাতানো চোরাগলিতে;
অবিরত পেষণে জ্বলিত মন শুধু যে ম্রিয়ঃ।
পুনঃপুন চাহিত মন অবিচারী সেই জল্লাদে
বাঁধিয়া নয়নে রজ্জু পরালে
আমারই গলেতে যে জনায়;
বিচারী করিবে বিচার আমি হাসিব আহ্লাদে।
তবুও হেরে গেলাম হৃদয়ের অযাচিত পোষণে
ক্ষত হতে ঝরে গেল একফোঁটা দ্বেষ
বিষের কাঁটা হেন বিঁধে আছে যা-;
পচে যাওয়া কলিজা ভরেছে তিক্ত রক্ত দূষণে।