না-হয় ভুলে গেলেই তুমি আমারে
তোমার অকপট হৃদয়ে আর নাহি জড়ালে;
তবু মুছে যাওয়া কুঞ্চিত পাতারে-
একটু খুলে মনে-মনে পড়ে নিও আড়ালে।
পথভ্রান্ত পথিকের বেশে হেঁটেছি
ছুটেছি অলিকের পিছে দূর অজানা পথে;
তোমারে ছেড়ে যে মোহে ভুলেছি
এযে ভুল ছিল হয়নি ঠিক তা কোন মতে।
তোমার বিছানো মুক্ত পাতে আবার
ফিরে এসেছি ছ্যাঁচড়ের মতো ছ্যাবলা হয়ে;
মুখরিত আসরের নজরে সবার
কেমনে মিলবো আগের মতো তা-আছি ভয়ে।
সহগ-সহযায়ী বহুদূরে দ্রুততর
দিয়েছে পাড়ি ফেলে মোরে গহীন বনের মাঝ;
ভুলা পথ মাড়ি ছেড়ে তেপান্তর
পুন সেই পথে জোড়া-তালি দিতে এলাম আজ।