লেনাদেনা ভালবাসায় গভীরতা বাড়ে;
মনের কপটতায় দেখে তারে আড়ে।
যদি কেউ একাধারে ভালবাসা দেয়;
স্বার্থহীন ভালবাসা করে তারে হেয়।
ভালবাসায় থাকে যদি কথার কারুকাজ;
অসত্য হলে তবুও পড়ে শিরে তাজ।
সদাচারে মন গলে হিতাহিত শূণ্য;
নিজেরে বিলায় তব ভাবে নিজে ধন্য।
ভাবনার ভালজনে কেড়ে নিলে সব;
অধিকার আছে ভেবে করেনা রব।
শূণ্য হৃদয় যবে পড়ে থাকে কায়া;
হিংস্র প্রাণী সে যে, থাকেনা মায়া।
মোহমায়া কেটে গেলে কোন একদিনে
ছলনার ভালজনে হাড়েহাড়ে চিনে।
হা-হুতাস করে বলে, করেছে সে ভুল;
রসালো সব প্রলোভনই নষ্টের মূল।