রঙ ধরেছে নাগর কানাই
রঙ মেখেছি চুলে;
যাত্রী খুঁজি ভাঙা নৌকায়
রঙ্গ নদীর কূলে।
কদম কাঠের পচা নৌকা
শ্যাওলা-ঘাসে ঘেরা;
বেশী লাভের নৌকা-লীলায়
যাত্রী চাই সেরা।
আশায়-আশায় বেলা গেল
আশায় বুক বান্ধি;
কানা-খোঁড়া দূরে ঠেলে
নৌকায় বসে কান্দি।
আশ-পড়শির নয়া-নৌকায়
যাত্রী ভূরি-ভূরি;
আমি শুধু এ-ঘাট হতে
ঐ-ঘাটেতে ঘুরি।