প্রবঞ্চিত হৃদয়ে বড় স্বাদ জাগে
ঘোলা করে খাব জল,
অবারিত পুকুরের কাদা ঘেটে
ডুব সাঁতারে যাবো তল।
সাধ জাগে আবার ডুব দিবো
ওই গহীন পুকুরে-
দেখিবো কি আছে কাদার নিচে
আছে কি সুখ রে।
আজ নয় কাল পরশু না হয়
আরো দুদিন পরে
পুকুরের তল সেচে দিব জল
স্বাদ নেব মন ভরে।
যাক না হয় কিছুটা সময় ব্যয়
বৃথা কাজ করে;
তবুও বলি, আমি তো নয় বসে
মুক্তা খুঁজি চরে।
কিছু যদি না পাই হেথা খুঁজে
ডুবানো কাদার নিচে;
মনটা তো আমার ঘুরলো তবু
বেশরম মনের পিছে।



মোবাইলে লিখা তাই ভুল মার্জনীয়।