উত্তরের ঢলে নেমে এলো বান
জলবন্দী ভুখারে দাওগো ত্রাণ;
ভাসছে চর-ভাসছে ঘর, কোথা নাই তিল ঠাঁই।
আগুন জ্বলেনা ডুবন্ত চুলায়-
উদ্বাস্তু সংসার পেতেছে ভেলায়;
নিষ্কর্মা নাখা-ভূখার পেট শুধু করে খাই-খাই।
ডুবছে ফসল ভেসে যায় পশু
বানের জলে ডুবে অবোধ শিশু;
বিষধর সাপ-খোপ বুকে জড়িয়ে রাতে ঘুমায়।
বিপন্ন বনচর আতালি-পাতালি
আশ্রয়ের তরে পেতেছে মিতালি;
ত্রাণের আশায় অভূক্ত জীব হিংস্রতা ভুলে যায়।
গা-পুড়া রোদে তৃষ্ণায় বুক ফাটে
তবু জুটে না বিশুদ্ধ জল ললাটে;
তোমরা ত্রাণ দাও বানভাসী অসহায় মানুষে।
মানুষ মানুষের তরে সবে কই
তবুও বিপদে কেমনে দূরে রই
আজ মহাসঙ্কটে পতিত জনতার বাংলাদেশে।