ঝুলি ভরা ভালোবাসা
মনে নিয়ে ক্ষীণ আশা
বুকে দিয়ে ঠাঁই,
জড়িয়ে পাঁজরে
হৃদয় মাজারে
কত স্বপ্ন বুনেছি আমার হায়।
সময়ের চাকা ঘুরে
চাওয়া গুলো যায় দূরে
হয়না পূরণ মন;
যায় যত সময়
কঠোরতম হৃদয়
পার হয় ঘণ্টা দিন মাস সন।
চাওয়া তবু কাঁদে
বিদায়ের ফাঁদে
যত চাওয়ার করেছি কি জয়?
স্বপ্ন পুনঃ আসে
চোখে-চোখে ভাসে
এ বছর পূর্ণ হবে নিশ্চয়।
তবু কি পারি
সময়ের আড়ি
ভেঙে দিয়ে যাইতে লক্ষ পানে?
হয়নি যা বাইশে
দিও তা তেইশে
এই আশা বাঁধি বক্ষ মধ্যখানে।