আজব দেশে গজব এলো
মেধা হলো লোটা;
          পিছিয়ে পড়া লোকে পেল
          লম্বা এক কোটা।

মেধার সিঁড়ি উঠতে হয়না,
না বেয়েই গাছে;
          কোটার শীর্ষে হুক লাগিয়ে
          টেনে নেয় কাছে।

সোনার পঙ্খী গাছের ডালে
বসে বসে ডাকে;
          ধীমান যারা ধরবে তারা
          যোগ্য হলে তাকে।

লক্ষ-হাজার যোগ্য বেকার
উঠছে বেয়ে সিঁড়ি;
          সুবিধাভোগী কোটা-ধারী
          নেয়রে বোঁটা ছিঁড়ি।

কুট-কৌশলে দুর্মেধারা
দিচ্ছে কোটার খোঁটা;
          মেধা নামের গোবেচারার
          অযথাই ছোটা।

বিদ্যা-বুদ্ধি মেধার জোরেও
না পেয়ে চাকরী;
          ধীমানেরা কোটা-ধারীর
          বইছে ফলের টুকরি।

কি মজাদার আজব কোটা
মেধা দিয়ে ফাঁকি;
          যোগ্য হলেও পায়না হাতে
          সোনার বরণ পাখি।

পাওনা যার দাওনা তারে
যোগ্য লোকে কাজ;
          কোটা নামের বিশেষ নীতি
          বন্ধ কর আজ।