হাত বাড়িয়ে ডেকেছো কাছে প্রয়োজনে যদি-
মুঠিতে বেঁধে নিয়ো ভালবেসে নিরবধি।
কোমল কমল মনে প্রাত:ভোরে ফোটি;
সরল তরলের মাঝে মেলেছি গুটি।
আপনার রূপ আপনি ঢেকে দেখাবো কি?
না-ফুটিলে নিজেরে নিজে দিলেই ফাঁকি।
মেলে ধরি তাই নিজেরে বিলাই নিজে-
অলস বেলায় সুরভি ছড়াই আপন কাজে।
ভাল যদি বাস হৃদয়ে গহীন অতল হতে
আলতো পরশে ছুঁয়ো শিশির ভেজা প্রাতে।
তব আবেশে বেঁধে হৃদয়ে ভুলে না যেয়ো
যেমন নিয়েছো আপন করে তেমনি নিয়ো।
নিজেরে বিলায়ে কমল ফুরিয়ে তব ঘ্রাণ
যবে তপ্ত-রোদে শুকিয়ে হারালে নিজ প্রাণ;
মন না ভরিলে দিয়ো না অহেতুক অপবাদ
পরের মাঝে নিজেরে খুঁজি অতটুকুন সাধ।