সুবচনে ঝরে না রাও অনুচিতে
কেমনে হইব প্রিয়?
উচিৎ বলিলেই মনের আঘাতে
মন্দ বনি, নহে শ্রেয়।
যদিও তোমার মনের মতো হয়
নিজে বিকি বারে-বারে;
সহনের মাত্রা তবু গড়ায়ে যায়
কি বলিব আড়ে-ঠাড়ে।
নর্দমার জল সবে অচ্ছুত জানি
ভরিয়া যদি মোড়কে;
চোখ ধাঁধানো কালিতে লিখে বাণী
পাক হবে কি জারকে?
তবুও পান করি আড়ালে ঢাকিয়া
মিষ্টি-মুখে হাসি-হাসি;
সহাস্য বদনে দিলে মূল্য হাঁকিয়া
ভাল লোক রাশি-রাশি।
আপনারে পারিনা তবু হাসিতে রা’
উচিৎ ভাবিয়া যদি;
মন্দ লোকের তকমা ঝুলায়ে ত্বরা
মেনে নিও নিরবধি।