সুখ-নিদ্রায় ঘুমিও না আর, আলস্য ভেঙে জাগো;
অনিয়মের পাগলা ঘোড়া, আর চালিয়ো না-গো।
আগামী জাতীর কাণ্ডারি তুমি, মেরুদণ্ড কর সোজা;
নিরাশ-পথভ্রষ্ট-নেশাগ্রস্থ হয়ে জাতির হয়েছ বোঝা।
শুনছো কি আমার কথা? ডুবায়ও না আর তরী;
সত্য ও ন্যায়ের পথে-এবার, শক্ত করে হাল ধরি।
এসো তরুণ, এসো যুবক, এসো কিছু করি!
পড়া-লেখা ছেড়ে, স্কুল পালিয়ে পার্কে-পার্কে ঘুরে
নিজের সোনালী ভবিষ্যৎ ঠেলে দিয়েছো বহু-দূরে।
সাময়িক সুখ-লাভে, রয়েছো নেশার ঘোরে পড়ি-
যা হয়েছে, ওখান হতেই ফিরে এসো কিছু করি।
অসদুপায় অবলম্বন করে নিয়েছো পাশের সনদ;
মগজে তোমার নেই কিছু, গোড়ায় রয়েছে গলদ।
দেশ-জাতিরে কি-দিবে তুমি? কাজেই ভয়-ডরি;
অমন কাজটি পুনরায় না করে এসো কিছু করি।
একটি মিথ্যা ঢাকতে যেমন হাজার মিথ্যা কয়;
অসৎ লোকের অসৎ কাজে বিবেক করে ক্ষয়।
সুদ-ঘোষের প্রবণতায় জাতির মাথায় ঝড়ি-
অনিয়মের বিরুদ্ধে সবে, চল এবার কিছু করি।
মেধা খাটিয়ে লেখা-পড়ায় হও-রে তুমি যোগ্য
সততা আর দক্ষতায় গড়াও জাতির সৌভাগ্য।
এসো তরুণ, এসো যুবক, ভাসাও ন্যায়ের তরী;
ও ভাই বেলা গেল গড়ি, সবাই এসো কিছু করি।